ভৌগলিক ভাবে জামাল্পুর শহর ২৫ ডিগ্রি ১৪ মিনিট উত্তর অক্ষাংশ হতে ২৫ ডিগ্রি ৩৮ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ০৫ মিনিট পূর্ব দ্রাঘিমা হতে ৮৫ ডিগ্রি ২৮ মিনিট পূর্ব দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। হিমালয়ের পাদদেশে অবস্থিত জামাল্পুরের আবহাওয়া মোটামুটি সমতাপূর্ন, স্নিগ্ধ ও মনোরম। প্রাকৃতিক পরিবেশ ও পরিস্থিতির দিক থেকে শহরটি বসবাসের জন্য বেশ উপযোগী।
পুর্নভবা নদীর পূর্ব তীরে গড়ে উঠা জামাল্পুর শহরের মধ্য দিয়ে ঘাঘরা ও গিরিজা খাল চলে গিয়েছে। ঘাঘরা একটি নদী হলেও ১৭৮৭ খ্রিষ্টাব্দের হিমালয়ের প্রচন্ড ভূমি ধ্বশে উৎসমুখ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তা খালে পরিনত হয়েছে। সারা বছর এতে কোন স্রোত না থাকলেও বর্ষাকালে ঘাঘরা শহরের পুঞ্জিভুত সব আর্বজনা ধুয়ে মুছে সাফ করে। শহরের ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার জন্য ১৮৯৩ খৃষ্টাব্দে মহারাজা গিরিজানাথের অর্থায়নে সুইহারী, রামনগর, বালুয়াডাঙ্গা, কুঠিবাড়ীর ধার দিয়ে খামার ঝাড় বাড়ী হয়ে ঘুঘুডাঙ্গা পর্যন্ত আরেকটি খাল খনন করা হয় যা গিরিজা খাল নামে পরিচিতি। এছাড়াও জামাল্পুরের রাজপরিবারের সদস্যগন এখানে রামসাগর, মাতা সাগর, সুক্ সাগর, আনন্দ সাগর, পদ্ম সাগর প্রভৃতি মনোমুগ্ধ দীঘিগুলো খনন করেন। শহরের মধ্যস্থলে অবস্থিত গোর- এ শহীদ ময়দান যার আয়তন ৮০ হাজার বর্গগজ যা দেশের আর কোন জেলা শহরে নাই। আয়তকার, সমান সমতল ও কোমল সবুজ দূর্বাদলে আচ্ছাদিত এই মাঠকে মনে হয় একটি বিরাট সবুজ বাগিচা।
জামাল্পুর জেলার গোড়া পত্তন ১৭৯৩ সালে। এর পূর্বে সমগ্র জামাল্পুর ঘোড়াঘাট সরকারের (জেলা) অর্ন্তভূক্ত ছিলো। ১৭৬৫ সালে নবাব পক্ষীয় ফৌজদার মীর করম আলী শাহ ইংরেজ সেনাপতি মি. কোট্রিল এর নিকট পরাজিত হলে ঘোড়াঘাট নগরের পতন ঘটে। একই সময় ইংরেজদের দ্বারা জামাল্পুর জমিদারীও অধিকৃত হয়। তখন জামাল্পুরের অধিপতি ছিলেন রাজা বৈদ্যনাথ। নবাবী শাসন অবসানের পর জামাল্পুর মৌজায় অবস্থিত জামাল্পুর রাজ বংশের রাজধানীকে ঘিরে ধীরে ধীরে জামাল্পুর শহর গড়ে উঠে।
DATE TIME | HEADLINE |
---|---|
২৬-১-২০১৭ | গৃহায়ণ তহবিল ঢাকার ঋণ খেলাপী সংস্থাদের তালিকা। |
৩-৮-২০১৫ | সংস্থার তথ্য উপাত্ত আপলোড করা প্রসংগে। |
১৭-১২-২০১৪ | এনজিও মিটিং |
১৩-৩-২০১৩ | আপনার মাসিক প্রতিবেদন ওয়েবসাইট এ দাখিল করুন |
২৬-১-২০১৭ | গৃহায়ণ তহবিল ঢাকার ঋণ খেলাপী সংস্থাদের তালিকা। |
৩-৮-২০১৫ | সংস্থার তথ্য উপাত্ত আপলোড করা প্রসংগে। |
১৭-১২-২০১৪ | এনজিও মিটিং |
১৩-৩-২০১৩ | আপনার মাসিক প্রতিবেদন ওয়েবসাইট এ দাখিল করুন |
এখন থেকে আপনার প্রতিবেদন দাখিল করার জন্য আমরা এনেছি সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনারা ঘরে বসেই আপনাদের প্রতিবেদন দাখিল করতে পারবেন । আপনার প্রতিবেদন দাখিল করার জন্য প্রতিবেদনে ক্লিক করুন এবং আপনার User name এবং password টাইপ করে log in করুন । এবার আবার প্রতিবেদন অংশে ক্লিক করুন একটি ফর্ম দেখতে পাবেন ফর্মটি পুরন করে submit এ ক্লিক করুন তাহলেই আপনার প্রতিবেদনটি দাখিল হয়ে যাবে।
জামাল্পুর জেলার গোড়া পত্তন ১৭৯৩ সালে। এর পূর্বে সমগ্র জামাল্পুর ঘোড়াঘাট সরকারের (জেলা) অর্ন্তভূক্ত ছিলো। ১৭৬৫ সালে নবাব পক্ষীয় ফৌজদার মীর করম আলী শাহ ইংরেজ সেনাপতি মি. কোট্রিল এর নিকট পরাজিত হলে ঘোড়াঘাট নগরের পতন ঘটে। একই সময় ইংরেজদের
এনজিও ফোরাম | মানব কল্যাণ পরিষদ-এমকেপি | এস এম এন বি (Santal Mission Norwegian Board) | প্রত্যাশা বাংলাদেশ |
সোসাইটি ফর উদ্যোগ | সি সি ডি বি | আলোহা | এন ডি এফ |
আর ডি এফ | অরবিন্দ শিশু হাস: | Jamalpur Polli Unnayan Prochesta (D.P.U.P) | সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র |
অনুঘটক | দি লেপ্রসী মিশন | কাম টু ওয়ার্ক | ভিলেজ ডেভেঃ |
ল্যাম্ব LAMB | বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি | পি বি পি এস | বি এস ডি এ |
এডাব | মমতা পল্লী উন্নয়ন সংস্থা | গ্রাম বিকাশ কেন্দ্র | Bangladesh Youth First Concerns |
আরএইচস্টেপ | ইএসডি ও | বহুব্রীহি | গ্রাম বিকাশ কেন্দ্র |
এনজিও ফোরাম | মানব কল্যাণ পরিষদ-এমকেপি | এস এম এন বি (Santal Mission Norwegian Board) | প্রত্যাশা বাংলাদেশ |
সোসাইটি ফর উদ্যোগ | সি সি ডি বি | আলোহা | এন ডি এফ |
আর ডি এফ | অরবিন্দ শিশু হাস: | Jamalpur Polli Unnayan Prochesta (D.P.U.P) | সমাজ উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র |
অনুঘটক | দি লেপ্রসী মিশন | কাম টু ওয়ার্ক | ভিলেজ ডেভেঃ |
ল্যাম্ব LAMB | বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি | পি বি পি এস | বি এস ডি এ |
এডাব | মমতা পল্লী উন্নয়ন সংস্থা | গ্রাম বিকাশ কেন্দ্র | Bangladesh Youth First Concerns |
আরএইচস্টেপ | ইএসডি ও | বহুব্রীহি | গ্রাম বিকাশ কেন্দ্র |